• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৪, ২০২১, ০৬:১৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ৪, ২০২১, ০৬:১৯ পিএম

২৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের আগুন

২৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের আগুন

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন ২৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার (৪ মে) বিকেল সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও পুরোপুরি নেভেনি।

এদিন ভোর থেকেই ফায়ার সার্ভিস, বন বিভাগ ও এলাকাবাসী ফায়ার লাইন কেটে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ চালিয়ে আসছিল। পরে বিকেল তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে গতকাল সোমবার (৩ মে) দুপুর ২টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাগেরহাটের উপসহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, ‘মঙ্গলবার সকাল দশটার পর থেকে পানি দিয়ে আগুন নেভানো শুরু করি। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। যতক্ষণ পর্যন্ত আগুন সম্পূর্ণ নিভে না যাবে ততোক্ষণ পর্যন্ত পানি ছিটানো অব্যাহত থাকবে।’

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, ‘সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। বৃষ্টিতে সবচেয়ে বেশি আগুন নিয়ন্ত্রণে কাজ করতে সহায় হয়েছে।’

এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে গতকাল সোমবার (৩ মে) সন্ধ্যায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ নিয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগে গত ২০ বছরে ২৫ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।