• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
প্রকাশিত: মে ৫, ২০২১, ০৪:২২ পিএম
সর্বশেষ আপডেট : মে ৫, ২০২১, ০৪:২২ পিএম

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

ডাকাতির প্রস্তুতিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর আল নূর কারখানার সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার কাঁচপুর পুরানবাজার এলাকার মো. মফিজুল ইসলামের ছেলে মো. হৃদয় হোসেন (২২), কতুবপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে জসিম উদ্দিন (২৫) ও আড়াইহাজার উপজেলার বাড়ৈপাড়া এলাকার মৃত হক মিয়ার ছেলে ইউনুছ মাহমুদ বিজয় (২৬)। তাদের কাছ থেকে একটি ছোরা ও নগদ ১১শ’ টাকা উদ্ধার করা হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ডাকাতি প্রস্তুতি কালে তিনজনকে আটক করে মামলা দায়েরের পর বুধবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একাধিক ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে।