• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৫, ২০২১, ০৫:০০ পিএম
সর্বশেষ আপডেট : মে ৫, ২০২১, ০৫:১১ পিএম

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর খাদ্যসহায়তা

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর খাদ্যসহায়তা

করোনা পরিস্থিতি মোকাবিলায় লকডাউনের মধ্যে দুর্গম পাহাড়ের মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (৫ মে) দুপুরে সিন্দুকছড়ি জোনের দুর্গম রাঙ্গাপানি ও ওয়াকছড়িপাড়া এলাকায় ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, আটা, লবণ, চিনি, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক বলেন, করোনাযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই নিজেদের রেশনের অংশ হতে খাদ্যসহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। এ ধারা অব্যাহত থাকবে জানিয়ে তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে জোন উপ-অধিনায়ক মেজর এমরান, ক্যাপ্টেন শরিফ, ক্যাপ্টেন আশিক ও ক্যাপ্টেন শাহবাজসহ সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন