ঈদকে সামনে রেখে দেশে লকডাউনের মধ্যে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।
শুক্রবার (৭ মে) সকাল থেকে পারের জন্য ঘাটে ৭ শতাধিক ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাক অপেক্ষায় ছিলো।
গত কয়েকদিন ঢাকামুখী যাত্রীর চাপ থাকলেও শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গগামী ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহনের সংখ্যা বাড়তে থেকে ঘাট এলাকায়। সকাল থেকে যানবাহনসহ যাত্রীদের উপচে পরা ভিড় করছেন বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক(বাণিজ্য) সাফায়েত আহমেদ।
শিমুলয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, দক্ষিণবঙ্গগামী যাত্রী ওও যানবাহন পারাপারে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের বহরে থাকা ১৬টি ফেরির মধ্যে বর্তমানে সচল রয়েছে ১৩টি ফেরি। শুক্রবার ছুটির দিন হওয়ায় স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের ও যাত্রী চাপ বেড়েছে। মূলত কেউ কেউ আবার ঈদকে কেন্দ্র করে আগেই বাড়ি ফিরছেন। প্রথমে ছোটগাড়িগুলো পার করা হয়েছে, পর্যায়ক্রমে সব গাড়ি পার করা হবে।
এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে বিচ্ছিন্নভাবে কিছু স্পিডবোট ও লঞ্চ বন্ধ থাকায় ফেরিগুলোতে চাপ বৃদ্ধি পেয়েছে। তবে যাত্রীদের কাউকেই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি বলে এ কর্মকর্তা জানিয়েছেন।