• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
প্রকাশিত: মে ৮, ২০২১, ০৮:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ৮, ২০২১, ০৯:০৬ পিএম

জমির জন্য মামাকে হাতুড়িপেটা করে হত্যা করল ভাগ্নেরা

জমির জন্য মামাকে হাতুড়িপেটা করে হত্যা করল ভাগ্নেরা
নিহতের স্বজনদের আহাজারি

মাগুরার মহম্মদপুরে জমি নিয়ে দ্বন্দ্বে আব্দুল কুদ্দুস মোল্যা নামে একজনকে হাতুড়িপেটা করে হত্যা করেছেন তারই ভাগ্নেরা।

শনিবার (৮ মে) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল কুদ্দুস উপজেলা সদরের বসুরধুলজুড়ি গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ভাগ্নে মুসা উপজেলা সদরের রায়পুর গ্রামের গোলাম হোসেনের ছেলে ও আরেক ভাগ্নে ইব্রাহিম উপজেলার আড়মাঝি গ্রামের দাউদ ফকিরের ছেলে।

নিহতের ছেলে রাজিব আহম্মেদ জানান, তার বাবার সঙ্গে তার ফুপাত ভাই মুসা ও ইব্রাহিমের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার (৭ মে) ইফতারের আগে ৫/৬জন সঙ্গী নিয়ে তাদের বাড়ি এসে তার বাবাকে মারধর শুরু করেন মুসা ও ইব্রাহিম। এক পর্যায়ে তারা আব্দুল কুদ্দুসকে হাতুড়িপেটা করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ফরিদপুর মেডিক্যাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শনিবার দুপুরে আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, লাশ ঢাকা থেকে আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।