
সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। এর আগে শনিবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের ষোলমাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার আলমপুর পূর্বপাড়া মহল্লার মৃত বাহাদূর আলী খার ছেলে সানোয়ার হোসেন ছানু, উল্লাপাড়া উপজেলার রাঘববাড়িয়া এলাকার মজিবর রহমানের ছেলে লিটন মিয়া, নীলফামারী জেলার মঠকপুর মাষ্টারপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে লিটন ড্রাইভার ও প্রশিকাপাড়া এলাকার দুলাল পাঠানের ছেলে রফিল পাঠান।
ওসি মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের ষোলমাইল এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ও অস্ত্রসহ চার ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের থেকে হাসুয়া, কাটার মেশিন, লোহার কুড়াল, দারালো রামদা, একটি প্লেস, শেলাই রেঞ্জ, দুটি শিকল, একটি রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।