হবিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা।
সোমবার (১০ মে) রাত ১২টায় জেলার বাহুবল বাজারের হাসপাতালসংলগ্ন এলাকার মুলুকচান বিবি কমপ্লেক্স মার্কেটে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফুল ইসলাম জানান, সোমবার রাত ১২টায় মুলুকচান বিবি কমপ্লেক্স মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১৫টি দোকান ও বাসার মালামাল পুড়ে যায়। গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার, এডিশনাল এসপি (নবীগঞ্জ-বাহুবল সার্কেল) পারভেজ আলম চৌধুরী ও বাহুবল মডেল থানার ওসি মো. কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।