দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ১৬০৮ মেট্রিকটন ভারতীয় পেঁয়াজ দেশে এসেছে।
মঙ্গলবার (১১ মে) বিকেলে ৪২টি ওয়াগনে করে এসব পেঁয়াজ হিলি রেলস্টেশনে পৌঁছায়। এতে ভাড়া বাবদ রাজস্ব আদায় হয়েছে ১১ লাখ ৯ হাজার ৬১৪ টাকা।
হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার তপন কুমার বলেন, ‘দীর্ঘ ৯ মাস পর আবারও হিলি রেলস্টেশনে ভারত থেকে রেলপথে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। পেঁয়াজগুলো হিলি রায়হান ট্রেডার্সের আমদানিকৃত।’