• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০২১, ১০:২৫ এএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২১, ১০:৫৫ এএম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুট

ফেরিঘাটে ঘরমুখী জনস্রোত থামছেই না

ফেরিঘাটে ঘরমুখী জনস্রোত থামছেই না

ঈদের আর বাকি মাত্র এক দিন। আজও (১২ মে) দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। যে কয়েকটি ফেরি চলাচল করছে, সেগুলোতে উপচে পড়া ভিড়। ফেরির সংখ্যা বাড়ানোয় কিছুটা দুর্ভোগ কমেছে যাত্রীদের।

বুধবার (১২ মে) সকাল থেকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরিগুলো উপচে পড়া যাত্রী এবং ছোট ব্যক্তিগত যানবাহন নিয়ে দৌলতদিয়া ঘাটে এসে ভিড়ছে। তবে ফেরির যাত্রীদের কারও মধ্যেই ছিল না স্বাস্থ্যবিধি মানার লক্ষণ। 

যাত্রীরা জানান, ফেরির সংখ্যা বাড়ানোর তাদের ভোগান্তি কিছুটা কমেছে। গণপরিবহন না থাকায় তাদের ভোগান্তি ছিল অসহনীয়। পথে পথে অতিরিক্ত কয়েক গুণ ভাড়া বেশি দিয়ে নানা ভোগান্তি ও দুর্ভোগ বাধা পেরিয়ে ছুটছেন বাড়িতে। 

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও যানবাহনের চাপ বেশি থাকলে ফেরি চলাচল বাড়ানো হচ্ছে। তবে আজ কয়েক দিনের তুলনায় ছোট যানবাহন ও যাত্রীদের চাপ একটু কমেছে। কমেছে পণ্যবাহী ট্রাকের সংখ্যাও।