• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ১৩, ২০২১, ১০:৪৩ এএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০২১, ১০:৪৮ এএম

শিমুলিয়া ঘাটে যাত্রীর চাপ কম

শিমুলিয়া ঘাটে যাত্রীর চাপ কম

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে কমেছে যাত্রীর চাপ।

বৃহস্পতিবার (১৩ মে) সকাল থেকে ১৫টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপার করছে।

বুধবার (১২ মে) যাত্রী চাপের কারণে ফেরিতে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। অসুস্থ হয় কমপক্ষে ২০ জন।

দুপুরে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে শাহপরাণ ফেরি থেকে নামার সময় যাত্রীদের চাপে পদদলিত হয়ে শিশু আনছার মাদবর অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়। এরপর এনায়েতপুরী নামের ফেরিতে প্রচণ্ড দাবদাহ ও যাত্রীদের ভিড়ের চাপে দুই নারী ও দুই পুরুষ মারা যান।

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই হিলাল উদ্দিন বলেন, “গতকালের চেয়ে আজ মানুষের চাপ অনেকটাই কমে গেছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ১৫টি ফেরি চলছে।”

পারাপারের অপেক্ষায় প্রায় ৪০০টির মতো গাড়ি রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।