• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ১৩, ২০২১, ০৮:৫০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০২১, ০৮:৫০ পিএম

ঈদ ঘিরে সুন্দরবনে বাড়তি সতর্কতা

ঈদ ঘিরে সুন্দরবনে বাড়তি সতর্কতা

ঈদ ঘিরে সুন্দরবনে যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে ও বন্যপ্রাণিসহ প্রাণ-প্রকৃতি রক্ষায়  সর্বোচ্চ সর্তকতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় সব কর্মকর্তা ও বনরক্ষীদের কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা ও সার্বক্ষণিক টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, ‘করোনা পরিস্থিতিতে সুন্দরবনে জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও কিছু মানুষ সুন্দরবনে প্রবেশ করে অপরাধ কর্মকাণ্ড করার চেষ্টা করে। প্রতিবছর ঈদের ছুটির সময় মৌসুমী হরিণ শিকারীরাও বেপরোয়া হয়ে ওঠে। এসব অপরাধী ও মৌসুমী শিকারীদের প্রতিরোধে সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া সুন্দরবন পূর্ব বন বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।