• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০২১, ০৯:২৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০২১, ০৯:২৪ পিএম

ছাগলে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

ছাগলে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাগলে ধান খাওয়া কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে।

শুক্রবার (১৪ মে) দুপুরে উপজেলার দুর্গমচর পোড়াপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়। এ সময় হামলা, পাল্টা হামলা ও বোমা বিস্ফোরণ হয়। আহত হয়েছে অন্তত সাতজন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, পোড়াপাড়া গ্রামের আনিসুরের একটি ছাগল তরিকুলের ক্ষেতে গিয়ে ধান খায়। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেয়া হয়। পরবর্তীতে আনেসুরের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শুক্রবার তরিকুলের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িতে হামলা চালান। এরই একপর্যায়ে তরিকুলের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে পাল্টা আনিসুরের বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা চালায় এবং বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটান। এ সময় ভীত-সন্ত্রস্ত আনিসুরের লোকজনসহ আশপাশের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নেন।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।