
মিরসরাইয়ে ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ মে) রাতে উপজেলার পূর্ব মসজিদিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন ওই গ্রামের মো. ফরিদ ও মো. নুর হোসেন বোছা।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
ওসি জানান, গ্রেপ্তাররা ২০১৯ সালের একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা পালাতক ছিল। ঈদ উপলক্ষে বাড়িতে আসার খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।