• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ১৯, ২০২১, ০১:০১ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৯, ২০২১, ০১:৫৪ পিএম

পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

ফেনীর ছাগলনাইয়ায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। 

বুধবার (১৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার শুভপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

ছাগলনাইয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

নিহতরা হলেন শুভপুর বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির বাগানমালি নুরুল ইসলাম, মিরসরাইয়ের জোরারগঞ্জে মো. আরিফ, জয়পুরহাটের বিবি হাজেরা ও অজ্ঞাত এক বৃদ্ধ। 

ছাগলনাইয়ায় থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে শুভপুরের বারাইয়াপুল নামক স্থানে পৌঁছলে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ৩ জন মারা যান। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।