• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ২১, ২০২১, ০২:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ২১, ২০২১, ০৩:০৩ পিএম

প্রধানমন্ত্রীর ভুয়া এপিএস আটক

প্রধানমন্ত্রীর ভুয়া এপিএস আটক

মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রুবেল মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২১ মে) ভোর ৪টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক রুবেল মিয়া হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের বসন্তপুর আদর্শ গ্রামের শেখ মোশারফ হোসেনের ছেলে।

র‌্যাব-৪-এর মানিকগঞ্জ সিপিসির এএসপি উনু মং জানান, রুবেল মিয়া নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে বিভিন্নজনের কাছ থেকে দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করার কথা বলে চাঁদা দাবি করে আসছিল। এ ছাড়া জেলার কয়েকজন ব্যক্তিকে ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পাইয়ে দেওয়া ও কেন্দ্রীয় কিংবা জেলা পর্যায়ে দলীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করে।

উনু মং আরও জানান, সম্প্রতি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ড্রিম টাচ ইলেকট্রনিকের মালিক তৌফিক খানের কাছে টেলিভিশন দাবি করেন রুবেল মিয়া। ড্রিম টাচ ইলেকট্রনিকের মালিকের কাছ থেকে বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে শাওনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ভুয়া ভিজিটিং কার্ড পাওয়া যায়। আটকের পর র‌্যাবের কাছে শাওন প্রতারণার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে তৌফিক খান একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন।