• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ২৬, ২০২১, ১০:২৬ এএম
সর্বশেষ আপডেট : মে ২৬, ২০২১, ১০:৩৬ এএম

বাগেরহাটের নদীতে পানি বেড়েছে

বাগেরহাটের নদীতে পানি বেড়েছে

শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানি বেড়েছে বাগেরহাটের নদ-নদীগুলোয়। রাতভর বৃষ্টিতে নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে ৫৬ সেন্টিমিটার পানি বেড়েছে।

বুধবার (২৬ মে) বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ‌্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল করিম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে শুকনো খাবার মজুত রাখা হয়েছে। সাধারণ মানুষের জন্য জেলার ৩৪৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। 

জেলা প্রশাসক আরও জানান, ৭৫টি ইউনিয়নের প্রতিটিতে ২৫ হাজার টাকা ও ৩টি পৌরসভায় দুই লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলায় শিশু খাদ্যের জন্য এক লাখ ও গো-খাদ্যের জন্য এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।