মানিকগঞ্জের শিবালয়ে মরিচক্ষেত থেকে রমজান আলী (৩০) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ মে) সকালে উপজেলার শিমুলিয়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রমজান আলী শিমুলিয়া গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে। তিনি ঢাকায় একটি প্রিন্টিং প্রেসে চাকরি করতেন।
নিহতের ফুফাতো ভাই নাসির মিয়া জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে রমজান বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত ১০টার সময় তিনি শিবালয় উপজেলার মহাদেবপুর বাজারে পৌঁছান। এই সময় তিনি শেষবার তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। এর ঘণ্টাখানেক পর পরিবারের সদস্যরা ফের রমজানের ফোনে কল দিলে সেটি বন্ধ পান। সারা রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরও রমজানের কোনো সন্ধান পাওয়া যায় না।
সকালে স্থানীয় এক ব্যক্তি ক্ষেত থেকে মরিচ তুলতে গিয়ে রমজানের রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তানিয়া সুলতানা বলেন, “রমজানের হাত, গলা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।”