হবিগঞ্জে নিজেদের র্যাব অফিসার দাবি করে হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে চাঁদা আদায় করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেজর সৌরভ মো. অসীম শাতিল এবং সিনিয়র এএসপি একেএম কামরুজ্জামান।
গ্রেপ্তাররা হলেন— মৌলভীবাজারের বড়লেখা থানার পাকশাইল গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মো. কাউছার মিয়া, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনিপাড়া গ্রামের মৃত আহম্মদ শাহের ছেলে মো. ফয়সল শাহ ও চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের রজব আলীর ছেলে কামাল মিয়া।
র্যাবের সিনিয়র এএসপি একেএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তাররা ভুয়া র্যাবের অফিসার পরিচয়ে হুমকি দিয়ে বিভিন্ন মহল থেকে বিকাশের মাধ্যমে চাঁদা আদায় করতেন। তারা তিনজন পেশাদার প্রতারক চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে এ প্রতারণা চালিয়ে আসছিলেন। এতে গ্রামগঞ্জের নিরীহ মানুষ প্রতারণার শিকার হচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।