যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে তলিয়ে গেছে ফেরিঘাট ও ফেরির পন্টুন। তাই আরিচা-কাজিরহাট নৌরুটের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘাট এলাকায় রয়েছে যানবাহনের দীর্ঘ সারি।
শুক্রবার (২৮ মে) সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, ‘কয়েক দিন ধরে যমুনায় পানি বৃদ্ধি হচ্ছে। এতে করে ফেরিঘাট ও ফেরির পন্টুন এবং র্যাম পানিতে তলিয়ে গেছে। ঘাট মেরামতের কাজ চলছে। মেরামত করা হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।’
তিনি আরো বলেন, স্বাভাবিক সময়ে আরিচা-কাজিরহাট নৌরুটে তিনটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারপার করা হয়। কিন্তু ফেরি বন্ধ থাকায় ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী সংযোগ সড়ক ও আরিচা সড়কের তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি।