• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ২৯, ২০২১, ০৯:৪৯ এএম
সর্বশেষ আপডেট : মে ২৯, ২০২১, ১১:০৬ এএম

দেশে আরও ৭ জনের ভারতীয় ধরন শনাক্ত

দেশে আরও ৭ জনের ভারতীয় ধরন শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে আরও সাতজনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।

শুক্রবার (২৮ মে) আইইডিসিআর এই তথ্য নিশ্চিত করে। শনাক্তদের মধ্যে ৫ জন পুরুষ ও  ২ জন নারী রয়েছেন।

আইইডিসিআর জানায়, শনাক্ত ব্যক্তিরা সবাই সুস্থ আছেন। তবে ভারতীয় ধরন শনাক্ত হলেও ওই সাতজনের কেউই সম্প্রতি ভারত ভ্রমণ করেননি।

প্রতিষ্ঠানটি আরও জানায়, শনাক্তদের মধ্যে ১৩ বছর বয়সী এক ছেলে রয়েছে। বাকিদের বয়স ৩০ বছর, ২১ বছর, ৫২ বছর বয়সী ও ২৭ বছর। শনাক্ত নারীদের বয়স ২৭ বছর ও ৩১ বছর। 

৮ মে দেশে প্রথম করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়। এখন পর্যন্ত দেশে মোট ২০ জন ব্যক্তির শরীরে এই ধরন শনাক্ত হয়েছে। এছাড়া ভারতের মহামারি ঘোষিত ব্ল্যাক ফাঙ্গাসে দেশে দুইজন শনাক্ত হন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়।