• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
প্রকাশিত: মে ২৯, ২০২১, ০৩:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৯, ২০২১, ০৪:২৯ পিএম

মেঘনা নদীতে অজ্ঞাতনামা তরুণের লাশ

মেঘনা নদীতে অজ্ঞাতনামা তরুণের লাশ

বরিশালের হিজলায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক তরুণের (২৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শনিবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়াসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

হিজলা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা জানান, বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মেঘনা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের পরিচয় শনাক্তে আশপাশের বিভিন্ন থানায় ছবি ও বেতার বার্তা পাঠানো হয়েছে।

তার পরনে শার্ট ও লুঙ্গি ছিল। তবে দেহে আঘাতের চিহ্ন নেই।