• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৩১, ২০২১, ১০:৫২ এএম
সর্বশেষ আপডেট : মে ৩১, ২০২১, ১১:০০ এএম

অপহরণ মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে

অপহরণ মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে

ঝালকাঠিতে অপহরণ ও ছিনতাইয়ের মামলায় পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলামকে (৩২) কারাগারে পাঠানো হয়েছে।

রােববার (৩০ মে) ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তারিক শামস জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানাের নির্দেশ দেন।

সাইফুল ইসলাম বরিশাল মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল পদে কর্মরত। তিনি ঝালকাঠির নলছিটি পৌর শহরের সবুজবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নলছিটির কুশঙ্গল ইউনিয়নের বিন্দুঘােষ এলাকার মৃত সােহরাব হােসেনের ছেলে আল আমিন শরীফের সঙ্গে কনস্টেবল সাইফুল ইসলামের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিনের বিরােধ রয়েছে। তারা পরস্পরের আত্মীয়। ২০২০ সালের ৯ জুলাই আল আমিন তার এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় কুশঙ্গল ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে অপহৃত হন।

অপহরণকারীরা তার কাছ থেকে ৫০ হাজার টাকা কেড়ে নিয়ে ছেড়ে দেয়। এ ঘটনায় ২০ জুলাই আল আমিন শরীফের স্ত্রী রূপা বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে নলছিটি থানায় একটি মামলা করেন।

মামলার এজাহারে সাইফুল ইসলামের নাম ছিল না। পরে আদালতের কাছে ক্ষতিগ্রস্ত ব্যক্তির দেওয়া জবানবন্দির ভিত্তিতে সাইফুলের নাম উঠে আসে এবং তাকে আসামি করা হয়।

তবে এ বিষয়ে আদালতের কয়েদখানায় সাইফুল ইসলাম বলেন, “এটি একটি মিথ্যা ও বানােয়াট মামলা।”