• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৩১, ২০২১, ০১:০২ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩১, ২০২১, ০১:৪২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে লকডাউন বাড়ল আরও ৭ দিন

চাঁপাইনবাবগঞ্জে লকডাউন বাড়ল আরও ৭ দিন

করোনাভাইরাস সংক্রমণ রোধে সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের চলমান লকডাউনের সময় আরও সাত দিন বাড়িয়ে ৭ জুন পর্যন্ত করা হয়েছে।

সোমবার (৩১ মে) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ লকডাউনের এই ঘোষণা দেন।

২৪ মে এক সপ্তাহের জন্য বিশেষ লকডাউন ঘোষণা দেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এ সময় ১১ দফা নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসক জানান, জেলা করোনা প্রতিরোধ কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লকডাউনে সব দোকানপাট ও যান চলাচল বন্ধ থাকবে। কোনো যানবাহন চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ বা বাইরে যেতে পারবে না। তবে রোগী ও অন্য জরুরি সেবাদানকারী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

জেলা সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, জেলায় এ পর্যন্ত ১ হাজার ৭২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার ৬২১টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১৬১ জনের সংক্রমণ ধরা পড়েছে। ঈদের পর সংক্রমণ শনাক্ত বেড়ে গেছে।