• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৩১, ২০২১, ০৭:০৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩১, ২০২১, ০৮:০২ পিএম

ট্রাফিক পুলিশের ইন্সপেক্টরের লাশ উদ্ধার

ট্রাফিক পুলিশের ইন্সপেক্টরের লাশ উদ্ধার

ফেনীতে শফিকুল আজম নামের এক ট্রাফিক পুলিশের ইন্সপেক্টরের লাশ উদ্ধার করা হয়েছে। শহরের হাজারী রোডের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোমবার (৩১ মে) সন্ধ্যায় পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্যম চাড়িপুরে (চৌধুরী পাড়া) আশিক মঞ্জিল থেকে লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ রায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শফিকুল আজম শফিকের পরিবার ঢাকায় থাকেন। তিনি কর্মস্থল ফেনী শহরের বাসা ভাড়া নিয়ে থাকেন। শুক্রবার (২৮ মে) দায়িত্বপালন শেষে বাসায় ফেরার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।

আশিক মঞ্জিলের মালিক মনির আহাম্মদ জানান, দুপুরে শফিকের বাসা থেকে দুর্গন্ধ বের হলে দরজায় গিয়ে দেখা যায় ভেতর থেকে আটকানো। পরে পুলিশে খবর দিলে তারা দরজা ভেঙে ভেতরে শফিকের মরদেহ দেখতে পান।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল ইসলাম জানান, শফিকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।