• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ১, ২০২১, ১২:০৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১, ২০২১, ১২:২১ পিএম

হাসপাতালে অক্সিজেন সংকট, আরও ১৭ জন শনাক্ত

হাসপাতালে অক্সিজেন সংকট, আরও ১৭ জন শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে না পারায় সংকট দেখা দিয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ১৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরও ১৭ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। 

সোমবার (৩১ মে) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু অক্সিজেন সংকটের কারণে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহ করতে না পারায় জেলা হাসপাতালে অক্সিজেন সংকট রয়েছে। হালকা উপসর্গ নিয়ে যারা করোনায় আক্রান্ত, তাদের বাসায় থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জে ৭ জুন পর্যন্ত বিশেষ লকডাউন কার্যকর রয়েছে। প্রয়োজনীয় সেবা ছাড়া জেলার বিভিন্ন স্থানে দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। লকডাউন কার্যকর করতে জেলা শহরের ৩০টি চেকপোস্টে পুলিশ কঠোর নজরদারি করছে। এছাড়া জেলা প্রশাসনের ১২টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন।