পদ্মায় ধরা পড়ল সাত কেজি ওজনের বিলুপ্তপ্রায় ঢাই মাছ। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে।
বৃহস্পতিবার (৩ জুন) ভোরে স্থানীয় জেলে নুরুল হালদারের জালে ওই ঢাই মাছটি ধরা পড়ে। মাছটি ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ২১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।
দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী সম্রাট সাজাহান জানান, ২১ হাজার টাকা দিয়ে মাছটি কিনলেও বিক্রির জন্য ঢাকার কিছু ব্যবসায়ীর সঙ্গে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে মোবাইল ফোনে বিক্রির জন্য যোগাযোগ করা হচ্ছে।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, পদ্মা ও যমুনা নদীর মোহনায় প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ ধরা পড়ছে। তবে বিলুপ্তপ্রায় এত বড় ঢাই মাছ নদীতে খুব একটা পাওয়া যায় না।