• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ৪, ২০২১, ০৮:২৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৪, ২০২১, ০৮:২৯ পিএম

কাশিমপুর কারাগারে হাজতির আত্মহত্যা

কাশিমপুর কারাগারে হাজতির আত্মহত্যা

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে জাবেদ হাসান সুজন নামে এক হাজতি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৪ জুন) দুপুরে কেন্দ্রীয় কারাগার-১-এর হাসপাতালের বাথরুমে এ ঘটনা ঘটে। মৃত জাবেদ হাসান সুজন ঢাকার হাজারীবাগ এলাকার জাকির হোসেনের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর (অতিরিক্ত দায়িত্ব) সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল সুপার জানান, হাজারীবাগ থানায় দায়ের করা হত্যা মামলায় কারাগারে ছিলেন জাবেদ হাসান। তিনি মানসিক রোগী হওয়ায় কারা হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার বেলা ১১টার দিকে কারা হাসপাতালের বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সুজন। এসময় তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।