পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও চালু হয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্ট ও ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ রোধে ছয় দিন কার্যক্রম বন্ধ ছিল।
শনিবার (৫ জুন) দুপুরে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা এ তথ্য নিশ্চিত করেন।
৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত ৫ দিন এবং শুক্রবার সরকারি ছুটি হওয়ায় মোট ৬ দিন বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়।
শনিবার সকাল থেকে ভারত, নেপাল ও ভুটান থেকে পাথর আমাদানি না হলেও বেলা ১১টার পর থেকে বিভিন্ন কৃষিপণ্য নিয়ে কিছু ট্রাক বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।