• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ৫, ২০২১, ১০:০১ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৫, ২০২১, ১০:০১ পিএম

পাহাড়িতে নিরাপদে সরতে বলা হলো

পাহাড়িতে নিরাপদে সরতে বলা হলো

সারাদেশের ধারাবাহিক বৃষ্টিতে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। এ শঙ্কা থেকে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

শনিবার (৫ জুন) জেলা শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে বলা হয়,‘‘ ভারী বৃষ্টি হলেই বসবাসকারীরা যেন দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যায়। ঝুঁকিপূর্ণ স্থান থেকে বসতঘর সরিয়ে নিরাপদে সরিয়ে নিতেও অনুরোধ করা হয়। এছাড়া সবাইকে অবৈধ স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার জন্যও বলা হয়েছে।’’

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘‘টানা কয়েকদিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। প্রস্তুতি হিসেবে শহরে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি শহরে ৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ১০টি উপজেলাতেও একই কার্যক্রম চলছে। আমরা গত কয়েকদিন আগে থেকে শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছি। এছাড়া সবাইকে সচেতন করার কাজ করছি।’’