• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুন ৬, ২০২১, ১১:৫১ এএম
সর্বশেষ আপডেট : জুন ৬, ২০২১, ১১:৫৩ এএম

আগুনে পুড়ল কৃষকের ৫ গরু

আগুনে পুড়ল কৃষকের ৫ গরু

কুড়িগ্রামে শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ল কৃষকের ৫টি গরু। অগ্নিকাণ্ডে আরো পুড়েছে ২টি হাঁস, ৩টি মুরগিসহ গোয়াল ঘরে রাখা ধান।

শনিবার (৫ জুন) গভীর রাতে উপজেলার উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সরকার পাড়া গ্রামে কৃষক আক্তার আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোববার (৬ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কৃষক আক্তার আলীর ভাই মামুন মিয়া। 

মামুন মিয়া ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়েন কৃষক আক্তার আলী ও তার পরিবার। গভীর রাতে গোয়াল ঘরে আগুন দেখতে পেয়ে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। স্থানীয়দের চেষ্টায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে গোলাঘরে থাকা ৫টি গরু, ২টি হাঁস, ৩টি মুরগি ও গোলায় থাকা ধান পুড়ে যায়। 

দূর্গাপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আক্তার আলী একজন অসহায় কৃষক। অগ্নিকাণ্ডে তার গোয়াল ঘরসহ গবাদি পশু ও গোলায় থাকা ধান পুড়ে আনুমানিক চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন বলেন, “আমরা খবর পাওয়া পর দ্রুত ঘটনা স্থলে যাই। প্রায় আধা ঘণ্টা কাজ করেছি আমরা। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ওই কৃষকের গোয়াল ঘরে আগুন লেগে গরু, মুরগিসহ ঘরে থাকা ধান পুড়ে গেছে।”