• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
প্রকাশিত: জুন ৬, ২০২১, ০২:৩১ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৬, ২০২১, ০২:৩১ পিএম

বাসের ধাক্কায় বিদ্যুৎ শ্রমিক নিহত, আহত ৫

বাসের ধাক্কায় বিদ্যুৎ শ্রমিক নিহত, আহত ৫

মাগুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জামাল সর্দার (২৫ ) নামের এক পল্লী বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

রোববার (৬ জুন) মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা একটি নসিমনে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন।

নিহত জামাল যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের এনায়েত সর্দারের ছেলে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, নসিমন করে মাগুরা থেকে কয়েকজন বিদ্যুৎ শ্রমিক দৈনন্দিন কাজে শ্রীপুরের ঘসিয়াল গ্রামে যাচ্ছিলেন। নসিমনটি মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর এলাকায় পৌঁছলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে এটিকে ধাক্কা দেয়। এ সময় জামাল সর্দার নসিমন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন নসিমনে থাকা আরো ৫ শ্রমিক। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।