নাটোর সদর ও সিংড়া পৌর এলাকায় সাত দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলায় করোনা সংক্রমণের হার ৬৭ দশমিক ৩০ শতাংশে পৌঁছানোর দিনই এ সিদ্ধান্ত এলো।
সোমবার (৭ জুন) রাত ১টার দিকে জেলা করোনা প্রতিরোধ কমিটি ভার্চ্যুয়াল সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলার করোনা পরিস্থিতির অবনতির কারণে সোমবার রাত ১১টার দিকে নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা শুরু হয়। সভায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, নাটোরের অন্য তিন সাংসদ, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ প্রশাসনিক কর্মকর্তারা যুক্ত হন।
সভায় শুরুতে সিভিল সার্জন কাজী মিজানুর রহমান সর্বশেষ করোনা পরিস্থিতি তুলে ধরেন ও নাটোরে সর্বাত্মক লকডাউনের সুপারিশ করেন।
প্রশাসক মো. শাহরিয়াজ জানান, আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে পরবর্তী সাত দিন নাটোর সদর ও সিংড়া পৌরসভা এলাকায় সর্বাত্মক লকডাউন বলবৎ হবে। লকডাউনের ক্ষেত্রে জাতীয় নীতিমালা অনুসরণ করা হবে বলে তিনি জানান।