সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় তানিয়া (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো শিশুসহ দুজন নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যার দিকে জনতা হাইস্কুলের পাশে যমুনা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহত তানিয়া শাহজাদপুর উপজেলার পাঁচবাঙ্গলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। এছাড়া তানিয়ার চার মাস বয়সী ছোট বোন তাসলিমাসহ অজ্ঞাতনামা এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, খাসকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া নৌকাঘাট থেকে মঙ্গলবার সন্ধ্যার দিকে কাঁঠালবোঝাই একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা ১৫ জন যাত্রী নিয়ে শাহজাদপুরের বানতিয়ার উদ্দেশে রওনা হয়। নৌকাটি চৌহালীর জনতা হাইস্কুলের পাশে যমুনা নদীতে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। যাত্রীরা সাঁতরিয়ে তীরে ওঠার চেষ্টা করেন। এ সময় তিনজন নিখোঁজ হয়। থানা-পুলিশ স্থানীয়দের সহায়তায় তানিয়ার মরদেহ উদ্ধার করে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে। নদী উত্তাল থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত যাত্রী বহনকারীদের বিরুদ্ধে দ্রুতই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।