করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহার না করলে কারাদণ্ড দেওয়া হবে বলে জানিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, করোনা প্রতিরোধে মাস্ক পরিধান না করলেই সাজা প্রদান করা হবে। প্রয়োজনে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর বিধান অনুসারে কারাদণ্ড দেওয়া হবে।
এছাড়া করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন।
বুধবার (৯ জুন) সন্ধ্যা পর্যন্ত মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সময় মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ৩২টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।
এদিকে মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬০৯ জনে। মৃত্যু হয়েছে ৩১ জনের।