• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ১২, ২০২১, ০৪:৫২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১২, ২০২১, ০৫:০৩ পিএম

খুলনায় আরও ১০ জনের মৃত্যু

খুলনায় আরও ১০ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১৯ জন।

শনিবার (১২ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৯ জুন) ১০ জনের মৃত্যু হয়েছিল। সর্বশেষ শুক্রবার (১১ জুন) ছয়জনের মৃত্যু হয়। এদিন বিভাগে শনাক্তের সংখ্যা ছিল সর্বোচ্চ।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর জানায়, ২৪ ঘণ্টায় বাগেরহাটে চার, মেহেরপুরে তিন, কুষ্টিয়ায় দুই ও সাতক্ষীরায় একজনের মৃত্যু হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা-সংক্রান্ত তথ্যে উল্লেখ করা হয়, বিভাগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে। খুলনায় গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১৬ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৩৭৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯২ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৬৫৬ জন।