• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ১২, ২০২১, ০৯:৫০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১২, ২০২১, ০৯:৫০ পিএম

নদীতে প্রাণ ফেরাবে সরকার: পানিসম্পদ উপমন্ত্রী

নদীতে প্রাণ ফেরাবে সরকার: পানিসম্পদ উপমন্ত্রী

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামূল হক শামীম বলেছেন, “সারাদেশের বেদখল নদীগুলোর দখল ও দূষণ মুক্ত করে খননের মাধ্যমে প্রাণ ফিরিয়ে দেয়ার সব প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। আর সে লক্ষে্যই  ভালুকার নদীগুলো পরিদর্শন করা হলো। আমরা পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন করতে চাই।”

শনিবার (১২ জুন) বিকেলে ভালুকায় কয়েকটি খাল ও নদী পরিদর্শন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন— স্থানীয় এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, অ্যাডভোকেট আশরাফুল হক জজ, ভালুকা পৌরসভার মেয়র ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম প্রমুখ।