• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ১৩, ২০২১, ০১:১৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৩, ২০২১, ০১:১৬ পিএম

‘কম সংক্রমিত জেলায় যথাসময়ে ইউপি নির্বাচন’

‘কম সংক্রমিত জেলায় যথাসময়ে ইউপি নির্বাচন’

দেশের যেসব জেলায় করোনা সংক্রমণের হার কম, সেসব জেলায় যথাসময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বরে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

রোববার (১৩ জুন) বেলা ১১টায় মাদারীপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনার বলেন, “দেশের যেসব জেলায় করোনা সংক্রমণের হার কম, সেসব জেলায় যথাসময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সংক্রমণের হার বাড়লে নির্বাচনের তারিখ পেছানো হতে পারে।”

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা প্রতিরোধে কী কী পদক্ষেপ নেওয়া হবে, জানতে চাইলে নুরুল হুদা বলেন, “নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।”

প্রধান নির্বাচন কমিশনার এ সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচনী আচরণ মেনে চলারও আহ্বান জানান। 

রোববার সকাল ১০টায় মাদারীপুর সার্কিট হাউজে আসেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। মাদারীপুর জেলা  পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান।