
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
রোববার (১৩ জুন) সকালে ডিইপিজেড এর পুরাতন জোনের লেনী ফ্যাশন নামে একটি কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।
তারা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভের সময়ে আহত হওয়া শ্রমিক জেসমিন বেগমের (৪২) মৃত্যু হয়েছে।
জেসমিন খুলনার ডুমিরিয়া থানার খাজুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি ও তার স্বামী মাহবুব আশুরিয়ার বলিভত্র মধুপুর এলাকা থাকতেন। গোলটেক্স গার্মেন্টসে অপারেটর (কার্ড নং ৩৪৩৪২৯) হিসেবে কাজ করতেন জেসমিন।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান বলেন, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার সময় জেসমিন দৌড়ে পালাচ্ছিলেন। এ সময় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান তিনি। তাকে পলাশবাড়ীর হাবিব ক্লিনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।