শেরপুরের নকলা থেকে হাসান মাহমুদ (১৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হাসান মাহমুদ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।
সোমবার (১৪ জুন) ভোরে র্যাব-৩ (টিকাটুলি) ঢাকার একটি আভিযানিক দল উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের লাভা মধ্যপাড়া এলাকা থেকে হাসানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হাসান মাহমুদ ওই গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।
র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস জানান, হাসান মাহমুদ দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উস্কানিমূলক, উগ্রবাদী বিভিন্ন পোস্ট প্রচার করে আসছিল। তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক জঙ্গিবাদের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
এ প্রসঙ্গে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, ওই ঘটনায় র্যাবের তরফ থেকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।