খুলনায় অনুমোদনবিহীন ড্রিংকিং ওয়াটার এবং মিষ্টির দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
শিকদার শাহীনুর আলম বলেছেন, নগরীর ৫ নম্বর মাছ ঘাট এলাকার আল জাবির ড্রিংকিং ওয়াটার কোম্পানিটি অনুমোদন বিহীনভাবে পানি বিক্রি করে আসছে। তাছাড়া অন্য প্রতিষ্ঠানের লেবেলও ব্যবহার করছে তাদের পানির পাত্রে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া নিরালা মোড়ের ভাগ্যকুল ঘোষ ডেইরি মিষ্টির মধ্যে পোকা ভাসতে দেখতে পেয়েছি। তাছাড়া প্রতিষ্ঠানটির ঘির জারে মূল্য ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিং করা, লিফলেট, প্যামপ্লেট ও মাস্ক বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।