• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০৩:৫২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৬, ২০২১, ০৩:৫২ পিএম

‘কোপা সামছু’ গ্রেপ্তার

‘কোপা সামছু’ গ্রেপ্তার

নোয়াখালীর হাতিয়ায় ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাস হত্যা মামলার আসামি মো. সামছু ওরফে ‘কোপা সামছুকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৫ জুন) রাত দুইটার দিকে জাহাজমারা ইউনিয়নের কাটাখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সামছু ওই এলাকার ছাদু মাঝির ছেলে। নিহত রবীন্দ্র চন্দ্র উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ জানায়, ইউপি মেম্বার রবীন্দ্র দাস হত্যা মামলার ২০ নম্বর আসামি সামছুকে তার নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাটাখালী খালের পাশে থাকা একটি দেশীয় ট্রলার কারখানা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেপ্তার সামছু রবিন্দ্র হত্যা মামলার ২০ নম্বর ও জোবায়ের হত্যা মামলার ৮ নম্বর আসামি। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হবে।

৯ জুন (বুধবার) রাতে খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের বাড়ির সামনে রবীন্দ্র চন্দ্রকে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।