• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ১৭, ২০২১, ১২:৩২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৭, ২০২১, ১২:৩৯ পিএম

নোয়াখালীতে করোনায় আরও ২ জনের মৃত্যু

নোয়াখালীতে করোনায় আরও ২ জনের মৃত্যু

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সদর ও বেগমগঞ্জ উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৯। মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩৯৩ জনের নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া যায়। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ৭০ শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১২ জন। মোট আক্রান্তের হার ১০ দশমিক ৭০ শতাংশ।  

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৬০ জন সদর উপজেলার, বেগমগঞ্জের ১৫ জন, সোনাইমুড়ীর সাতজন, চাটখিলের দুইজন, সেনবাগ পাঁচজন, কোম্পানীগঞ্জের আটজন ও কবিরহাটের চারজন রয়েছেন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৪৩ জন।