ঝালকাঠি জেলার ৩১ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৩০টিতেই নৌকার প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন। শুধুমাত্র একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
ঝালকাঠি সদর : এই উপজেলার ৮ ইউনিয়নে জয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। তারা হলেন, নথুল্লাবাদ ইউনিয়নে নজরুল ইসলাম জাহাঙ্গীর, বিনয়কাঠি ইউনিয়নে মঈনুদ্দিন পলাশ, গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে আবুল কালাম মাসুম, কেওড়া ইউনিয়নে আবু সাঈদ খান, নবগ্রাম ইউনিয়নে মজিবুল হক আকন্দ, গাবারামচন্দ্রপুর ইউনিয়নে গোলাম মাওলা মাসুম শেরওয়ানী, বাসন্ডা ইউনিয়নে মোবারক হোসেন মল্লিক, শেখেরহাট ইউনিয়নে নুরুল আমিন খান সুরুজ। এছাড়া উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুর রহিম বিজয়ী হয়েছেন।
নলছিটি উপজেলা : এ উপজেলার ১০ ইউপির ১০টিতেই নৌকার প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ভৈরবপাশা ইউনিয়নে আব্দুল হক, মগড় ইউনিয়নে এনামুল হক শাহিন, কুলকাঠি ইউনিয়নে আক্তারুজ্জামান বাচ্চু, রানাপাশা ইউনিয়নে শাহজাহান হাওলাদার, নাচনমহল ইউনিয়নে সিরাজুল ইসলাম সেলিম, মোল্লারহাট ইউনিয়নে মাহবুবুর রহমান সেন্টু, কুশঙ্গল ইউনিয়নে আলমগীর সিকদার, দপদপিয়া ইউনিয়নে সোহরাফ হোসেন বাবলু মৃধা, সুবিদপুর ইউনিয়নে আব্দুল গফফার খান ও সিদ্ধকাঠি ইউনিয়নে জেসমিন ওবায়েদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রাজাপুর উপজেলা : এই উপজেলার ৬ ইউপির ৬টিতেই নৌকার প্রার্থীরা জয় পেয়েছেন। সাতুরিয়া ইউনিয়নে সৈয়দ মঈনুল হায়দার নিপু, শুক্তাগড় ইউনিয়নে বিউটি সিকদার, রাজাপুর ইউনিয়নে নজরুল ইসলাম স্বপন, গালুয়া ইউনিয়নে গোলাম কিবরিয়া পারভেজ, বড়ইয়া ইউনিয়নে সাহাবুদ্দিন সুরু মিয়া ও মঠবাড়ি ইউনিয়নে জালাল আহম্মেদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কাঠালিয়া উপজেলা : এই উপজেলার বিজয়ী সব প্রার্থী আওয়ামী লীগ মনোনীত। এরমধ্যে সদর ইউনিয়নে মাহামুদুল হক নাহিদ, চেচরিরামপুর ইউনিয়নে হারুন অর রশিদ, পাটিখালঘাটা ইউনিয়নে শিশির দাস, আমুয়া ইউনিয়নে আমিরুল ইসলাম ফোরকান সিকদার, শৌলজালিয়া ইউনিয়নে মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়নে মিঠু সিকদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।