• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ২৪, ২০২১, ০৫:৩১ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৪, ২০২১, ০৫:৩১ পিএম

মোংলায় করোনা আক্রান্তের হার ৬৫ ভাগ 

মোংলায় করোনা আক্রান্তের হার ৬৫ ভাগ 

মোংলা প্রতিনিধি

মোংলায় আবারো করোনায় আক্রান্তের হার উর্দ্ধোগতি। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ জন। গতকাল বৃহস্পতিবার মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জনের নমুনা পরিক্ষায় ২০ জনের পজিটিভ রির্পোট আসে। যা পরিক্ষন বিভেচনায় আক্রান্তের হার শতকরা প্রায় ৬৫ ভাগ। 

এর আগে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ৩২ জনের নমুনা পরিক্ষায় ৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছিলো। যা পরিক্ষন বিভেচনায় শনাক্তের হার ছিলো শতকরা ২২ ভাগ। এর আগে মঙ্গলবার সনাক্তের হার ছিল ৩৫ ভাগ, আর সোমবার ছিল ৪৩ ভাগ। 

এদিকে মোংলায় চলমান কঠোর বিধি নিষেধ আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে নতুন এই বিধি নিষেধ শুরু হয়েছে। যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। 

গতকাল বিকেলে জেলা প্রশাসক মো. আজিজুর রহমান বিধি নিষেধের ঘোষণা দেন। এর আগে হঠাৎ করে করোনা সংক্রমণ ও শনাক্ত বেড়ে যাওয়ায় গত ৩০ মে থেকে মোংলায় শুরু হয় কঠোর বিধি নিষেধ। এর পর থেকে স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসকের কয়েক দফায় জারিকরা বিধি নিষেধ ধারাবাহিক ভাবে চলমান রয়েছে এখনো।