• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১২, ২০২১, ০৫:০২ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১২, ২০২১, ০৫:০২ পিএম

গাংনীতে মানবসেবায় ছাত্রলীগ

গাংনীতে মানবসেবায় ছাত্রলীগ

মেহেরপুরের গাংনীতে করোনা দুর্যোগে মানবতার কল্যাণে কাজ করছে ছাত্রলীগ নেতাকর্মীরা। করোনা আক্রান্ত মূমুর্ষ রুগীর স্বজনদের ফোনকল পেলেই গ্যাস সিলিন্ডার শুরু করে খাদ্য ও ঔষধ দিয়ে সহায়তায় কাজ করছে তারা। এমনকি করোনা আক্রান্তে মৃতদের ধৌত সহ দাফন কাফনে অংশ নিচ্ছে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাসির জামান মৃদুলের নেতৃত্বে ছাত্রলীগের সেচ্ছাসেবক ইউনিটের সদস্যরা। ছাত্রলীগের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে তাদের সহযোগিতা করার আহবান জানিয়েছে গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদদ সাহিদুজ্জামান খোকন।

মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাসির জামান মৃদুল বলেন, করোনা দুর্যোগে যখন গোটা বিশ্বের ন্যায় বাংলাদেশও থমকে গেছে। ঠিক তখনই করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়ে মানবসেবায় ব্যস্ত সময় পার করছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

করোনা আক্রান্তদের চিকিৎসা সেবায় সহযোগিতা করার পাশাপাশি খাদ্য সংকট দেখা দিলে তা পৌছে দেয়া হচ্ছে। এছাড়া করোনা আক্রান্তে মৃতদের মরদেহ দাফন দাফনের পাশাপাশি করোনা প্রতিরোধ, সচেতনতা সৃষ্টি ও সহায়তা প্রদান সহ সেচ্ছাসেবক ইউনিটে কাজ করছে গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু,গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিক,জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফয়সাল জাহান শিশির, গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহন, মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তপু রায়হান রবি, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের জেলা সভাপতি ইউসুফ আলী প্রমুখ।

এছাড়া ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে সার্বক্ষনিক সহযোগিতায় কাজ করছে সাবেক ছাত্রনেতা ও সেচ্ছাসেবক ইউনিটের সদস্য জুবায়ের হোসেন উজ্জল। এদিকে গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিকের নেতৃত্বে মাস্ক বিতরণ, করোনা সচেতনতায় উদ্বুদ্ধকরণ,স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচার প্রচারনা করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

সেচ্ছাসেবক ইউনিটের সদস্য জুবায়ের হোসেন উজ্জল বলেন, গাংনী পৌরসভা ৩নং ওয়ার্ডের চৌগাছা গ্রামের করোনা আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনির মৃতদেহ সহ বেশ কয়েকজনের মরদেহ ধৌত থেকে শুরু করে দাফন কাফন পর্যন্ত সকল কাজে সর্বাত্মক সহায়তা করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

এদিকে জয়বাংলা হট লাইন সেবা চালু করেছে ছাত্রলীগ। হটলাইন সেবায় বিনামূল্যে তাৎক্ষনাক অক্সিজেন, খাবার, ঔষধ, এ্যাম্বুলেন্সসহ করোনা আক্রান্তদের চিকিৎসা সেবায় সহযোগিতা ও মরদেহ দাফন কাফন সেবা মিলবে বলে জানান- জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুন্তাসির জামান মৃদুল।