• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০৩:৩২ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৬, ২০২১, ০৩:৩২ পিএম

নড়াইলে লিফলেট বিতরণ

নড়াইলে লিফলেট বিতরণ

করোনার বিস্তার রোধে লোহাগড়ায় পরিবেশবাদী যুব সংগঠন ”গ্রীন ভয়েস” এর উদ্যোগে হাট-বাজার, বাস স্টান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিনামূলে মাস্ক বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে মাস্ক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী ব্যানার্জী। এ সময় গ্রীন ভয়েস এর কর্মীরা করোনার বিস্তার রোধে লিফলেট বিতরণ, মাইকিং, মাস্ক বিতরণ করছে। সাধারণ মানুষকে সচেতন করতে করোনা সম্পর্কিত নানা তথ্য তুলে ধরছে।

বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে গ্রীন ভয়েস কর্মীরা পাঁচশতাধীক মাস্ক বিতরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী ব্যানার্জী সাধারণ মানুষকে মাস্ক পরিধান করে ঘরের বাহিরে চলাচলের পরামর্শ দেন। তিনি বলেন, নিজে সুস্থ থাকলে পরিবারও নিরাপদ থাকবে। দেশকে করোনা মুক্ত করতে হলে পরস্পরের সহযোগিতা প্রয়োজন।