সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারকে জড়িয়ে মানহানিকর মন্তব্য প্রচারের অভিযোগে আলমগীর মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।
সৌদি আরব পালানো সময় গতকাল বুধবার দিবাগত রাতে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। আলমগীর মিয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোলগাঁও গ্রামের আতাব মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম জানান, আলমগীর বুধবার বিকেল ৪টার ফ্লাইটে সৌদি আরব যেতে চেয়েছিলেন। তবে আগে থেকেই বিমানবন্দরে তার ব্যাপারে চিঠি দেওয়া ছিল। এর ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে। রাতে তাকে চুনারুঘাট থানায় নিয়ে আসা হয়েছে। এর আগে গত ৬ জুলাই আলমগীরের ভাই মোনফাসির মিয়াকে একই অভিযোগে গ্রেফতার করা হয়। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।