
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। আটককৃত ব্যক্তির নাম মনিরুল ইসলাম। তিনি শিবনারায়ণপুর গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে।
র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুল আলম জানান, হলি আর্টিজন হামলায় জড়িত এক বা একাধিক জঙ্গি এ এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুর গ্রামের প্রায় ১৫টি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা পালিয়ে যায়। তবে মনিরুল ইসলাম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এএস/