• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ০৪:০১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১০, ২০২১, ০৪:০১ পিএম

নেত্রকোনার সীমান্তে ভারতীয় ওষুধের চালান জব্দ

নেত্রকোনার সীমান্তে ভারতীয় ওষুধের চালান জব্দ

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি। সোমবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী লক্ষীপুর এলাকা থেকে এসব ওষুধ জব্দ করা হয়।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক এ এস এম জাকারিয়া বলেন, উপজেলার সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তি ওই এলাকায় অভিযানে গেলে চোরাকারবারিরা পালিয়ে যান। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ওষুধের আনুমানিক মূল্য চার লাখ ৮৫ হাজার ৫১৬ টাকা। ওষুধগুলো নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হবে।