• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১, ০৯:১৬ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৬, ২০২১, ০৫:৫৮ পিএম

হবিগঞ্জে কার্ভাডভ্যান চাপায় ৭ জনের মৃত্যু 

হবিগঞ্জে কার্ভাডভ্যান চাপায় ৭ জনের মৃত্যু 
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি-জাগরণ

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে কার্ভাডভ্যান চাপায় সিএনজি চলিত অটোরিকশার ৭ যাত্রীর মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন, আলা উদ্দিন  (১৮), আব্দুল  আহাদ (৩০) ও তার স্ত্রী হুনুফা বেগম (৩৫) স্বপন  মিয়া (২৬) , রাহেলা বেগম (৩০), সোহাগ মিয়া (২০), রাজিয়া বেগম (৪০),  নিহতরা হবিগঞ্জ জেলার, চুনারুঘাট উপজেলার শ্রীবাউর গ্রামের বাসিন্দা। 

সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের জেলার শায়েস্তাগঞ্জের নছরতপুরে এ দুর্ঘটনা ঘটেছে।

এ তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম ও শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) অজয় চন্দ্র দেব জানান, সকালে শায়েস্তাগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় ওই কার্ভাডভ্যান। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। এসময় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

জাগরণ/এমআর/এমএইচ